blog-img
Feb 13, 2025 . 0 Comments
author-img

Admin

বাংলাদেশে পুরাতন মোবাইল ফোন এবং ফার্নিচারের দাম এবং কেনা বেচা

Puraton mobile phone price and buy and sell in bangladesh

পুরাতন মোবাইল ফোন কিনতে চাইলে আপনাকে আগে আপনি কি ফোন কিনবেন তার  মডেল সিলেক্ট করতে হবে। আপনি যেই মডেলটাকে সিলেক্ট করবেন, সেই মডেলের পুরাতন ফোন যদি কেউ বিক্রি করে সেটা তার ব্যবহারের উপর ডিপেন্ড করে। ধরুন আমি একটা samsung galaxy s20 আল্ট্রা মোবাইল ফোন নতুন কিনেছিলাম তখন সেই মোবাইলটির দাম ছিল 1 লক্ষ 29 হাজার টাকা। আমি সেই মোবাইল ফোনটি কেনার পর থেকে  ১০ মাস ব্যবহার করেছি, আমার ফোনটির কোন প্রবলেম নেই। যদি টাকার কারণে আমার এখন সেই ফোনটিকে বিক্রি করতে হয় নিশ্চয়ই সেই ফোনটি আমি এক লক্ষ নিচে বিক্রি করব না।

আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের পুরাতন মোবাইল ফোন কিনতে পারবেন, বিক্রিও করতে পারবেন।

Puraton mobile phone Samsung (পুরাতন Samsung মোবাইল ফোন)

Old Samsung mobile phone-এর অনেক মডেল এখনো আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে আপনার পুরাতন ফোনটিকে বিজ্ঞাপন দিতে পারেন। সেই সাথে আমাদের ওয়েবসাইটটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

আমরা লোকেদের যানবাহন ক্রয় ও বিক্রয়, সম্পত্তি খুঁজে পেতে, চাকরি পেতে, কর্মচারী নিয়োগ ইত্যাদিতে সাহায্য করি। 50 টিরও বেশি বিভাগ সহ আমাদের সমাধানগুলি নিরাপদ, স্মার্ট এবং সুবিধাজনক হওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেরা দাম গ্যারান্টিযুক্ত। ব্যবহার করা সহজ। যাচাইকৃত বিক্রেতা। নিরাপদ লেনদেন।

Second hand mobile in Bashundhara City (বসুন্ধরা সিটিতে পুরাতন মোবাইল)

আপনি চাইলে অনলাইনে না কেনাকাটা করে সরাসরি বসুন্ধরা সিটি থেকে পুরাতন মোবাইল ফোন কেনাকাটা করতে পারেন। বসুন্ধরা সিটিতে শুধু যে পুরাতন মোবাইল ফোনে কেনাবেচা করা হয় তা না সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য  কম্পিউটার ল্যাপটপ চার্জার থেকে শুরু করে রাউটার অব্দি কেনাকাটা করতে পারবেন। বসুন্ধরা সিটিতে ফোনসেল বিডি মোবাইল এক্সচেঞ্জ বিডি ফোন  ফিউচার বিডি পুরাতন মোবাইল ফোন কিনতে পারেন এবং কি এক্সচেঞ্জ করতে পারেন।

Puraton furniture price list (পুরাতন ফার্নিচারের মূল্য তালিকা)

ঢাকায় বেডরুমের আসবাবপত্র বিক্রয়ের জন্য সব থেকে বেশি কেনাবেচা করা হয় beazr.com এ

এখানে মানুষ তার পছন্দের আসবাবপত্র গুলো খুব সহজে বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতা খুঁজে পাই আপনি চাইলে এখনি আপনার অব্যবহৃত আসবাবপত্রগুলো বিজ্ঞাপন দিতে পারেন আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়ার কারণে আপনাকে কোন প্রকার চার্জ দেয়া লাগবেনা এখানে আপনি নতুন পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন।

Leave a Comment